
ব্রাহ্মণপাড়ায় বিএনপির সম্মেলন
বাতিলের সংবাদ সম্মেলন
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা।
শনিবার রাতে কুমিল্লা নগরীর একটি বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হুময়ায়ুন কবির খান সম্মেলনে বলেন,উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ৩০বছর ধরে সভাপতির পদ আকড়ে আছেন। তিনি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট। তিনি ফ্যাসিস্টের বাপ। সব সময় তিনি পকেট কমিটি করেন। রবিবার উপজেলা সম্মেলন ডাকা হয়েছে। সেখানে আমাদের ডাকা হয়নি। নির্বাচন করার সুযোগ রাখা হয়নি। আমরা এই সম্মেলন বাতিলের দাবি জানাই। আমরা চাই একজন নিরপক্ষ আহবায়ক দেয়া হোক। যিনি সভাপতি প্রার্থী হতে পারবেন না।
তিনি আরো বলেন, জসিম উদ্দিনের কোন ব্যবসা নেই। তিনি চোরাবারীদের নিয়ে চলেন। তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ত্রাস। তিনি চোরাকারীদের থেকে লক্ষ লক্ষ টাকা কমিশন পান। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আমরা দলের কেন্দ্রীয় নেতাদের কাছে বিনয়ের সাথে আহবান করবো- একজন নন মেট্টিক নেতা থেকে দলকে বাঁচান।
এসময় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েত করিম ভুইয়া,সাহেবাবাদ কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান দিদার, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক জসিম উদ্দিন বলেন, ইতোমধ্যে আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নের বিএনপির ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের সম্মেলনে ৫৯৯ জন কাউন্সিলর সম্মেলনে উপস্থিত থাকবেন। তারা যদি মনে করেন আমি যোগ্য তাহলে আমাকে সভাপতি নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন,পদ বঞ্চিতরা কুমিল্লায় বসে সাংবাদিক সম্মেলন না করে আগামীকালের সম্মেলনে এসে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাদের কাছে অভিযোগ করুক।
সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র সাবেক প্রয়াত সভাপতিকে নিয়ে স্মৃতিচারণ