
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের
কেন্দ্রীয় সম্পাদক গ্রেফতার
সফিকুল ইসলাম, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রুবেল মিয়া(২৬)কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মঙ্গলবার(১১ নভেম্বর) ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানা ওসি মাহফুজুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(১১ নভেম্বর) ভোরে মোঃ রুবেল মিয়াকে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। কিছু দিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে। তারই একটার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল মিয়া।
মঙ্গলবার ভোরে চাপিতলা গ্রামে অভিযান কার্যক্রম চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোঃ রুবেল মিয়া বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তর ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিপল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতেন বলে জানা গেছে।