জামায়াত নির্বাচিত হলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে-ডঃ সরওয়ার ছিদ্দিকী

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জামায়াত নির্বাচিত হলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে-ডঃ সরওয়ার ছিদ্দিকী

লাকসাম প্রতিনিধিঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, আমি নির্বাচিত হলে চুরি করবো না, সম্পদের ন্যায্য বন্টন করা হবে। জামায়াত নির্বাচিত হলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে। মাদক মুক্ত ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো।
তিনি বলেন, ইসলামী রাষ্ট্রে ভিন্ন ধর্মের মানুষ আমানত। ইসলামী রাষ্ট্রে হিন্দু-মুসলিম সকল নাগরিক সমান সুযোগ পাবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বাদ এশা কুমিল্লার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব লাকসাম এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সরওয়ার ছিদ্দীকি বলেন, অনেকে ভুল ফতোয়া দিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে চায়। এদের বিষয়ে সজাগ থাকতে হবে।
পূর্ব লাকসাম মৈশান বাড়ি ইউনিট সভাপতি মু. জাকির হোসেন আজমের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড নায়েবে আমীর আদম সফিউল্লাহর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, ৮নং ওয়ার্ড আমীর মু. আব্দুল জলিল, বিশিষ্ট ওয়ায়েজ মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, বিশিষ্ট মুফাচ্ছির মাওলানা বিল্লাল হোসেন মালেকী, অধ্যাপক জাকির হোসেন, পূর্ব লাকসাম কালীবাড়ি কমিটির সভাপতি অধ্যাপক সঞ্জয় সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুপন সাহা, লাকসাম কেন্দ্রীয় মহাশশ্মানের সভাপতি দীপংকর সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোঃ জামাল উদ্দিন ছিদ্দিকী, সৈয়দ মোঃ ফরিদ উদ্দিন ছিদ্দিকী।
উঠান বৈঠকে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ জামায়াতের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *