
উলিপুরে চোরাই মোটরসাইকেলসহ ৩ আসামি গ্রেফতার
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর বাজার এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ তিন আসামিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুর ১২টা থেকে ১টার মধ্যে পাঁচপীর বাজার থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমে গতকাল (২১ আগস্ট) কুড়িগ্রাম সদর থানা এলাকা থেকে দুইজনকে আটক করে।
তারা হলেন—১। মোঃ সাদিকুল ইসলাম (২১), পিতা-মোঃ আঃ লতিফ, সাং-নাজিরা মিয়াপাড়া (পৌরসভা)। ২। মোঃ ইমতিয়াজ আহম্মেদ নাহিদ (২৪), পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-পলাশবাড়ি মধ্যপাড়া, ইউপি-বেলগাছা, কুড়িগ্রাম সদর।
এর আগে একই মামলায় অপর আসামি রঞ্জিত সরকার (২৮), পিতা- চন্দন, সাং- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন আসামিকেই উলিপুর থানার মামলা নং-২২, তারিখ ২২/০৮/২৫ ইং, দণ্ডবিধির ধারা ৩৭৯-এর আওতায় গ্রেফতার দেখানো হয়েছে।
উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, আটককৃতদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে-ডা. তাহের