
ব্রাহ্মণপাড়া ভারেল্লা ইউপি বিএনপির নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটি গঠন
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
বৃহস্পতিবার ৮ জানুয়ারি কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির ধানের শীর্ষে প্রতীকের মনোনীত এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন এর নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের পশ্চিমসিংহ নারাচোর এলাকার কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ভারেল্লা ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাহাদুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ ফরিদ খান এবং পরিচালনা করেন যৌথ ভাবে যুবদল নেতা আবু মুছা ও ছাত্র দলের নেতা ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল কাইয়ূম, মতিউর রহমান লুৎফর।
আরও বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিরন ফকির, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাষ্টার, ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মোঃ আবুল কাসেম মাষ্টার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, যুবদল নেতা মোঃ শাকিল, মোঃ মোছলেম উদ্দিন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ আবু কাউসার চৌধুরী।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।