ব্রাহ্মণপাড়ায় অপহৃত কিশোরী উদ্ধারঃ অপহরণকারী গ্রেফতার 

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় অপহৃত কিশোরী উদ্ধারঃ অপহরণকারী গ্রেফতার 

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
অপহৃত এক কিশোরী ( ১৪ ) কে অভিযান চালিয়ে উদ্ধার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

হস্পতিবার ২১ আগস্ট বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণকারী আওলাদ হোসেন নামের এক তরুণকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আওলাদ হোসেন ( ২০) উপজেলার শিদলাই ইউনিয়নের দীঘিরপাড় এলাকার ফরিদ মিয়ার ছেলে।

শুক্রবার  ২২ আগস্ট  তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে কিশোরিকে  আদালতের মাধ্যমে ২২ দ্বারায় জবানবন্দি রেকড করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, অপহৃত ওই কিশোরীর একই এলাকার আওলাদ হোসেন নামে এক তরুণ কিশোরীকে উত্ত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট ওই কিশোরীকে বাড়ির সামনে থেকে  অপহরণ করে আওলাদ হোসেন ও তার সহযোগীরা।

পরে কিশোরীর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দাখিল করে সেই সূত্র ধরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী হাসান জুয়েল বলেন, মেয়ের মা খুকি আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় অপহরণকারীদের বিরুদ্ধে একটি মামলা দাখিল করে মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা দুজনকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করি এবং আওলাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উলিপুরে চোরাই মোটরসাইকেলসহ ৩ আসামি গ্রেফতার


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *