
বুড়িচংয়ে ছয়গ্রাম আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
বুড়িচংয়ে ছয়গ্রাম আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ আগষ্ট কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ছয়গ্রাম আলীম মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সাবেক সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ( ই. এন.টি) ডা. এ এইচ এম দেলোয়ার মামুনের মায়ের নামে প্রতিষ্ঠিত মিসেস দেলওয়ারা এন্ড হার চিলড্রেন ট্রাস্ট কতৃক কৃতি শিক্ষার্থী, মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন মাদ্রাসার হল রুমে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এবং অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল ছাকী, মাদ্রাসার সাবেক সভাপতি ও বৃত্তির আয়োজক কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ( ই.এন.টি) ডা. এ এইচ এম দেলোয়ার মামুন, সাবেক শিক্ষানুরাগী সদস্য মোঃ জসিম উদ্দিন মাষ্টার, উপদেষ্টা সদস্য এডভোকেট জহিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন অভিভাবক মোঃ শাহ জাহান সাজুসহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল, কামরুন্নাহার রুনা, রাশেদা বেগম, প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, সিনিয়র শিক্ষক নাসির উদ্দীন, প্রভাষক নুরে আলম খান নাঈম, সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন, আব্দুল লতিফ, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা সৈয়দ ছাবের, মাওলানা এনামুল হক, মারুফা বিনতে খায়ের, কারী রমজান আলী খান, মোঃ অলি উল্লাহ ও মোঃ আজিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন ও বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন।