
ময়নামতিতে সাবরেজিস্টার
অফিস স্থাপন
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
প্রধান উপদেষ্টার আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ—এই চার ইউনিয়নের দীর্ঘদিনের দাবির পরিপূর্ণ বাস্তবায়ন শুরু হলো আজ থেকে, সাবরেজিস্টার অফিস গেজেটের মাধ্যমে।”
তিনি বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন নানা প্রতিকূলতায় ভুগছেন। গোমতী নদীর কারণে ভৌগোলিকভাবে বিভক্ত এই এলাকার উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা ও সাবরেজিস্টার অফিসের দূরত্বের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
জমি কেনা-বেচা ও রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেককে সমস্যায় পড়তে হয়। উপজেলা ও সাবরেজিস্টার অফিস ছিল তাদের দীর্ঘদিনের দাবি, যা তিনি প্রচেষ্টার মাধ্যমে পূরণ করেছেন।
ব্যারিস্টার মামুন আরও বলেন, “ময়নামতিকে উপজেলা করার দাবিও বাস্তবায়ন করা হবে। এই এলাকা উন্নত হলে কুমিল্লা তথা বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।”
তিনি সোমবার বিকেলে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী কলেজের হলরুমে ৪ ইউনিয়নের জন্য নতুন সাবরেজিস্টার অফিসের গেজেটের কাগজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী নিতা ইয়াসমিন।
প্রধান অতিথির সঙ্গে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার অ্যাডভাইজার ও সিনিয়র স্টাফ রিপোর্টার দিদারুল আলম দিদার মৈশান।
সভাপতিত্ব করেন উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ মুনতাকিম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোঃ মবিন খান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন—যুগ্ম আহ্বায়ক ও মা’ই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবু মুছা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জিল্লুর রহমান, অধ্যক্ষ হুমায়ুন কবির, মাওলানা মুহাম্মদ মফিজুল হক, নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মামুন মিয়া মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ এনায়েত করিম ভূঁইয়া, আওয়ার বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম লাভলু, বিএনপি নেতা মাহাবুব আলম, মোঃ আবুল হাসান, নাসির উদ্দীন, জয়নাল আবেদীন হাজারী, শামীমুল বাবুল, এরশাদুল হক, মিজানুর রহমান, মতিউর রহমান সেলিম ও মহসিন কবির প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।