
লাকসামে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে নিহত-১
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লাঃ
কুমিল্লা জেলার লাকসামের উত্তরদা ইউনিয়নে চন্দনা নামক স্থানে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে ১জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
অদ্য ০৫/০৮/২০২৫ ইং তারিখে ১২ ঘটিকায় কুমিল্লা জেলা লাকসামে উত্তরদা ইউনিয়নের চন্দনাই অ্যাম্বুলেন্স পিকআপ সংঘর্ষের ঘটনায় যদু শেখ, অ্যাম্বুলেন্স ড্রাইভার নিহত হয়।
এছাড়া পিকআপ ড্রাইভার ও হেল্পার জুবায়ের ও সাগর অবস্থা আসংখ্যাজনক কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও মাসুম, কার্তিক ,সুজন সজল, আব্দুর রাজ্জাক, অপু আহত হয়েছেন।
জানাযায়, ঢাকা বক্ষব্যাধি হসপিটালের অ্যাম্বুলেন্স মৃত জামাল হোসেনকে নিয়ে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিলেন। যাত্রাকালে লাকসামের চন্দনায় পিকাপ ও অ্যাম্বুলেন্স সংঘর্ষ হয়।
লালমাই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রশাসনিক কার্যক্রম চলমান।