
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে ঝিনাইগাতীতে বিএনপির বিজয় মিছিল
আল-আমিন, শেরপুরঃ
জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে শেরপুরের ঝিনাইগাতীতে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন
র্যালিটি ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি মোড় থেকে শুরু হয়ে উপজেলা স্টেডিয়াম হয়ে হাসপাতাল প্রদক্ষিণ শেষে পুনরায় ধানহাটি মোড়ে এসে শেষ হয়।
এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক কমিটির শেরপুর জেলার, ইঞ্জিনিয়ার মো.তৌহিদূর রহমান ও প্রমুখ
সমাবেশে তিনি বলেন আজকের এই দিনে সাড়ে ১৫ বছর ধরে দেশের মানুষের বুকে জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও পলায়নের পর আমারা আজ মুক্ত ভাবে কথা বলতে পারছি।
বক্তব্য রাখতে পারছি। গত বছরের এই দিনে দেশ আবার দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে।
আর সেই জন্য আজ বিজয় মিছিল করছি। তিনি সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতের আরোগ্য কামনা করেন।
তিনি বলেন, শেখ হাসিনার মতো তিন শ’ মন্ত্রী এমপিসহ পলায়নের ইতিহাস আমার জানামতে সারা বিশ্বে নেই। তিনি সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করে বলেন, নির্বাচিত সরকারের বিকল্প নেই। দেশে গনতন্ত্র বজায় রাখতে নির্বাচন নিয়ে বিদায় নেয়ার আহ্বান জানান।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
এরপরেও এখনও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিজয় র্যালি ও সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।