
ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন পরিষদ কুমিল্লা জেলায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত “গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক পর্যালোচনা ও করণীয়” শীর্ষক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
আরো পড়ুনঃ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। তিনি শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন।
কুমিল্লা জেলার ১৯৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে গ্রাম আদালতের মাধ্যমে সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তি করেছে শশীদল ইউনিয়ন পরিষদ, যার ফলস্বরূপ তারা এই সম্মাননা লাভ করে।
শ্রেষ্ঠত্বের এ স্বীকৃতি অর্জন করায় শশীদল ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদকে এলাকাবাসী ফুল দিয়ে শুভেচ্ছা জানান।