সেনবাগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

সেনবাগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: ফখর উদ্দিন, নোয়াখালীঃ

জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ছাতারপাইয়া বাজার এলাকায় খালের ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ছাতারপাইয়া-মানিক মুড়া, ছাতারপাইয়া-কাশিপুর, ছাতারপাইয়া-কানকিরহাট ও ছাতারপাইয়া-বসন্তপুর খাল দখল করে গড়ে ওঠা দোকানপাটসহ অসংখ্য অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, সোনাইমুড়ীর সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তার এবং সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ফারভেজ মোশাররফসহ দুই প্লাটুন সেনাসদস্য ও পুলিশ সদস্যরা।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, “বছরের পর বছর খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জে জলাবদ্ধতা তৈরি হচ্ছিল। আজকের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে আর যেন কেউ খাল দখল করতে না পারে সেদিকে কঠোর নজর রাখা হবে।”

সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ফারভেজ মোশাররফ বলেন, “মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী কাজ করছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

অভিযানে খাল দখলমুক্ত হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা খালের ওপর থেকে সব ধরনের বাঁধ অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করার দাবি জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *