
রাজারহাটে ট্রাক্টর চাপায় যুবক নিহত ! চালক পালাতক
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের তালতলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মাসুদুর রহমান দুলু নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার ইসহাক আলীর বড় ছেলে।
শুক্রবার ২জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ট্রাক্টর নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।