
রাতে কথা কাটাকাটি-সকালে লাশ !
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
গত শুক্রবার রাতে কথা কাটাকাটি হলো একই গ্রামের সাকিবের সাথে। কথা কাটাকাটির একপর্যায়ে দিনমুজুর জামাল হোসেন ও তার ছেলে আলা উদ্দিনের উপর হামলা করেন সাকিব ও তার সঙ্গীরা। এই হামলায় দিনমুজুর জামাল ও তার ছেলে আলা উদ্দিনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে।
প্রাথমিক চিকিৎসা নিয়ে জামাল হোসেন বাড়িতে এসে তার ছেলে আলা উদ্দিনকে দেখার জন্য হাসপাতালের উদ্দেশ্যে বাহির হয়। বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার জন্য বাহির হলেও হাসপাতালে না যাওয়ায় একপর্যায়ে জামাল হোসেনকে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবার। কোথায়ও মিলছেনা তার খবর।
সর্বশেষ আজ শনিবার বেলা প্রায় ১২টার সময় তাদেরই ব্যবহারিত পুকুরে দিনমুজুর জামাল হোসেনের মরদেহ দেখতে পান এলাকাবাসী।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।