
ধানের শীষ হলো নিরাপদ ও শান্তির প্রতীক আখাউড়ায়-কবীর আহমেদ ভূঁইয়া
মোঃ আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও দেশ পুনর্গঠনের একমাত্র পথ হলো তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুনঃ
টাঙ্গাইলে মাভাবিপ্রবি’তে সেশনজট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
তিনি বলেন, “এই ৩১ দফার মধ্যেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হয়েছে। এই কর্মসূচির ভিত্তিতেই আমরা এগোবো এবং নতুন বাংলাদেশ গড়ব।” কবীর আহমেদ ভূঁইয়া আরও বলেন, “ধানের শীষ হলো নিরাপদ ও শান্তির প্রতীক।
বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।” বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির ওপর অনেক নির্যাতন হয়েছে।
আমাকেও একসময় গুম করে হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় বেঁচে ফিরেছি। এখন আমার একমাত্র লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা।