বুড়িচংয়ে ৪০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ৪০কেজি গাঁজাসহ

মাদক ব্যবসায়ী আটক

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার বুড়িচং থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে উপজেলার কোদালিয়া এলাকা থেকে  ৪০ কেজি গাঁজাসহ মোঃ ইসহাক (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

থানার নবাগত ওসি লুৎফুর রহমান জানান সোমবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টায়  বুড়িচং থানার এসআই মোঃ রাকিবুল হাছানের নেতৃত্বে এএসআই মোঃ শাহ পরানসহ সঙ্গীয় ফোর্স   গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কোদালিয়া গ্রাম অভিযান চালায়।

এ সময় ওই গ্রামের নুরুল আমিনের পরিত্যক্ত বাড়ির বাগান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ ইসহাক (৩৬) কে আটক করে পুলিশ।

পুলিশ জানায় আটক আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুড়িচং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “মাদক ও চোরাচালান কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যহৃত থাকবে।

মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান থাকবে।

মাদক কারবারিদের জন্য সংকেত দেয়া হল অতীতের কিছু জানতে চা

না এখন থেকে মাদক ব্যবসা ছাড়তে না বুড়িচং ছাড়তে হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *