
উলিপুরে দুর্যোগ-দুর্ভোগে মানুষের আশ্রয়স্থল
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
অগ্নিকাণ্ড থেকে নদীভাঙন, চিকিৎসা সহায়তা থেকে খাদ্য বিতরণ—সব বিপদে-আপদে এগিয়ে আসছেন কুড়িগ্রামের উলিপুরের সাফা গ্রুপের চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক আব্দুস সোবহান। তার মানবিক কর্মকাণ্ডে আস্থা রাখছে উলিপুর উপজেলার অসহায় মানুষ।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের ভরসার নাম হয়ে উঠেছেন আব্দুস সোবহান। দীর্ঘদিন ধরে তিনি অগ্নিকাণ্ড, নদীভাঙন, চিকিৎসা সহায়তা এবং জরুরি প্রয়োজনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার সহযোগিতার খবর ছড়িয়ে পড়ায় উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষও ভিড় করছেন তার কাছে সহায়তার আশায়।
মানবিক কর্মকাণ্ডে আন্তরিকতার কারণে তিনি উলিপুরে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টায় তিনি বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট ও পশ্চিম কালপানি এলাকায় তিস্তা নদীর ভাঙন পরিদর্শন করেন।
এসময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা এবং হৃদরোগে আক্রান্ত মেছের আলী ও বাকপ্রতিবন্ধী বিধবা পারুল বেগমকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
মানুষের প্রতি তার এই সহমর্মিতা ও দ্রুত সাড়া দেওয়ার মনোভাব স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।