সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে রাজারহাটে মানববন্ধন

আইন আদালত জাতীয় তথ্যপ্রযুক্তি দুর্ঘটনা রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে রাজারহাটে মানববন্ধন

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ

সারাদেশে সাংবাদিক হত্যা,গুম,নির্যাতন মিথ্যা মামলায় হয়রানি ও গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন’কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে রাজারহাট উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪-আগস্ট) দুপুরে রাজারহাট উপজেলার সকল সাংবাদিক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক দিনকাল প্রতিনিধি আনিসুর রহমান লিটন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, দৈনিক করতোয়া প্রতিনিধি প্রহল্লাদ মন্ডল সৈকত, দৈনিক নওরোজ প্রতিনিধি আইয়ুব আলী আনসারি, ডেইলি কান্ট্রি টুডে রাজারহাট প্রতিনিধি আব্দুল্লাহ মামুন রওশনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোহাম্মদ আলী এটম, দৈনিক আলোকিত সকাল বিশেষ প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক আলোকি সকাল স্টাফ রিপোর্টার রমেশ চন্দ্র রায় প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন খোলা কাগজ ভ্রাম্যমাণ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদু, দৈনিক আমার সংবাদ রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, প্রতিদিনের সংবাদ রাজারহাট প্রতিনিধি আশরাফুল আলম সাজু, দৈনিক আমার বার্তা রাজারহাট প্রতিনিধি রেজাউল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় রাজারহাট উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *