লাকসামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ 

লাকসাম প্রতিনিধিঃ
সেনাবাহিনী ও রেলওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় আতশবাজি জব্দ করা হয়েছে।
রোববার রাতে লাকসাম রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের পাশের কেবিন এলাকা থেকে ৫টি সাদা প্লাস্টিকের ব্যাগে ৩৮ প্যাকেট আতশবাজি উদ্ধার করা হয়।
প্রতিটি প্যাকেটের গায়ে ‘SRI RAVESWARI FIRE WORKS’ লেখা ভারতীয় তৈরি আতশবাজি পাওয়া যায়।
অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর লাকসাম ক্যাম্পের একটি টিম।
সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনজুরুল আলম বলেন,-নির্বাচন ও উৎসবমুখর সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চালমান।
গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত আতশবাজি থানায় জব্দ করা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন-জব্দ করা আতশবাজিগুলো ভারতে উৎপাদিত এবং অবৈধভাবে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।
আদালতের মাধ্যমে আতশবাজিগুলো ধ্বংস করা হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *