
ব্রাহ্মণপাড়ায় আলহাজ্ব মাষ্টার
আব্দুল খালেক ভূঁইয়ার মৃত্যু !
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কানাডা প্রবাসী খায়রুল মাসুদ-শিহাব এবং অন্ধকল্যাণ সমিতির কোঅরডিনেটর মামুনুর রশীদের পিতা আলহাজ্ব আব্দুল খালেক ভূইয়া মাষ্টার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আছাদনগর গ্রামের অবসর প্রধান শিক্ষক বুড়িচং উপজেলার জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল খালেক ভূইয়া (৮৫) বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লা নগরীর মুন্সেফ কোয়ার্টারের বাসায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়া….. রাজিউন) ।
তিনি কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মোছলেহ উদ্দিনের ভগ্নিপতি। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা মরহুমের নিজ গ্রাম আছাদনগর ভূইয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোছলেহ উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, দক্ষিণ জেলার সদস্য ও বুড়িচং উপজেলার আহবায়ক হাজী এটিএম মিজানুর রহমান, সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, মোঃ হুমায়ূন কবির বাবুল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য, সাবেক পিপি ও অন্ধ কল্যাণ সমিতির এডভোকেট আ হ ম তাইফুর আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, মালাপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম, জগতপুরের আব্দুল জলিল,হাজী মাজেদুল ইসলাম মেম্বার, জহিরুল হক মেম্বার, সোহাগ মিয়া মেম্বার প্রমূখ।