
মোবাইল চুরির অভিযোগে ২ তরুণকে
গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই তরুণকে মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার রাতে ভিডিওতে দেখা যায়, একটি গাছের সঙ্গে দুই তরুণকে বেঁধে রেখে চোর আখ্যা দিয়ে তাদের মারধর করা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল—‘লাইসেন্স প্রাপ্ত চোর, সকলে এদের দুইজন থেকে সাবধান থাকবেন।
খোঁজ নিয়ে জানা যায়,বুধবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ গ্রামের বড় ফিশারি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মারধরের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাধ্যমে বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে এবং ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
’মারধরের শিকার তরুণরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার রৌশনের ছেলে বাদশা মিয়া এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে প্রবাসফেরত শিমুলের ঘর থেকে দুটি মোবাইল চুরি হয়।
একইদিন বিকেলে ওই দুই তরুণ এলাকায় মোবাইল বিক্রি করতে এলে শিমুল তাদের আটক করে গাছে বেঁধে মারধর করেন। শিমুলের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির ঘটনা স্বীকার করে এবং মোবাইল ফেরত দেয়। পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শিমুল আরও অভিযোগ করেন, পরদিন (১৪ আগস্ট) ওই দুই তরুণ তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
https://www.sangbadtoday.com/?p=2068