
রাজারহাটে জাতীয় যুব দিবসে শহীদদের স্মরনে বৃক্ষ রোপন
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
রাজারহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে শহীদদের স্মরনে বৃক্ষ রোপন করা হয়েছে।
যুব ঋণের চেক প্রদান ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে যুবকদের মাঝে।
মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে এ উপলক্ষে একটি যুব র্যালী উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মডেল মসজিদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
যুব উন্নয়নের ক্যাশ অফিসার রবিউল হাসান রবি’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমীর কফিল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজু, এনসিপি’র সংগঠক রাশেদ, ছাত্র প্রতিনিধি আল মিজান মাহিন সহ অনেকে।
শেষে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষ রোপন করা হয়।