
মিলে মিশে প্রশ্ন ফাঁসে আমতলী কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বরগুনা প্রতিনিধিঃ
মিলে মিশে প্রশ্ন ফাঁসের নিয়োগ পরীক্ষা, দাতা সদস্যের ছেলের বউর চাকুরী এমন শিরোনামে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার বিকেলে আমতলী উপজেলার কুতুবপুর ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জিয়াদুল করিম সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বোর্ড যাছাই বাচাই করেই যোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। এখানো কোন অনিয়মের হয়নি।
সংবাদ সম্মেলনে কুতুবপুর ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জিয়াদুল করিম লিখিত বক্তব্যে তিনি বলেন, বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুতুবপুর ফাজিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে গত ৯ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেয় অধ্যক্ষ। ওই পদে ১১ জন প্রার্থী আবেদন করেছেন।
গত শনিবার ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিধি মোতাবেক লিখিত পরীক্ষায় ৯ জন অংশ নেয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভাইভা ও ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় কোন অনিয়ম হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নিয়োগ বোর্ডের সদস্য ও গর্বানিং বডির সদস্য মোঃ জসিম উদ্দিন ও মেছবাহুর রহমানের উপস্থিতিতে বিধি মোতবেক নিয়োগ পরীক্ষাা নেয়া হয়েছে।
পরীক্ষায় কোন রকমের দুর্নীতি হয়নি। মিলে মিশে প্রশ্ন ফাঁসে নিয়োগ পরীক্ষার ঘটনার সাথে কুতুবপুর মাদ্রাসার নিয়োগের সঙ্গে কোন মিল নেই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন আকন ও উপাধাক্ষ (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান।