
দলীয় মনোনয়ন না পাওয়া মোবাশ্বের পেলেন ধানের শীষ প্রতীক
লালমাই প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে ধানের শীষ প্রতীক পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া।
হাইকোর্টের আদেশের পর সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান তাঁকে ধানের শীষ প্রতীক ররাদ্দ দেন।
জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে মোবাশ্বের ভূঁইয়ার পক্ষে প্রতীক সংগ্রহ করেন তাঁর প্রস্তাবকারী, সমর্থনকারীসহ নেতাকর্মীরা।
দলীয়সূত্রে জানা যায়, মোবাশ্বের আলম ভূঁইয়া ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন।
এবারও কুমিল্লা-১০ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী হিসেবে। কিন্তু দল একই আসনের সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয়।
দলীয় প্রত্যয়নপত্র না থাকায় সেটি যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়।
গত রোববার কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার দাখিল করা মনোনয়নপত্র বাতিলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।
ফলে, প্রথমে দলীয় মনোনয়ন না পাওয়া মোবাশ্বের ভূঁইয়াই শেষ মুহূর্তে পেয়েছেন দলীয় মনোনয়ন এবং ধানের শীষ প্রতীক।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। এমন একটি নির্দেশের বিষয় আমরা জেনেছি এবং সেটি অনলাইনে যাচাই করে সত্যতা পাওয়া গেছে।
উচ্চ আদালতের এই আদেশের সার্টিফায়েড কপি পাওয়ার পরই তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।