নোয়াখালীতে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার প্রদান

চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

নোয়াখালীতে শ্রেষ্ঠ যুব

সংগঠক পুরস্কার প্রদান

মো: ফখর উদ্দিন, নোয়াখালীঃ

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস–২০২৫ উপলক্ষে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার অর্জন করেছেন রেইনবো যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহরাব হোসেন সুমন।

মঙ্গলবার (১২ আগস্ট) নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাক।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ উপ-পরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়া বাদল, রেইনবো যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল হক পিএইচডি এবং ফাউন্ডেশনের সেনবাগ কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার আজমত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে যুবসমাজকে এগিয়ে নিতে হলে যৌথ উদ্যোগ ও ইতিবাচক নেতৃত্ব অপরিহার্য।

এ সময় শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সোহরাব হোসেন সুমনের অবদানকে বিশেষভাবে তুলে ধরা হয়।

রাজারহাটে জাতীয় যুব দিবসে শহীদদের স্মরনে বৃক্ষ রোপন

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *