
বুড়িচং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন এর পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন, ফলাফল প্রকাশ
উপলক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ রেজাউল করিম খান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, আবুল খায়ের।
আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুল জলিল, আবুল কালাম, আব্দুল জব্বার, আব্দুল সালাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম বিএসসি, সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ হুমায়ূন কবির, রমিজ উদ্দিন, রুমা আক্তার বিএসসি, রতনা বেগম, রুহুল আমিন, খন্দকার হালিমা আক্তার, বিপ্লব বিশ্বাস প্রমূখ।