
নিয়ামতপুরে ফিজিওথেরাপি
এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
আগেকার দিনে মানুষ সুনির্দিষ্ট চিকিৎসার অভাবে মারা যেত, কষ্ট পেত কিংবা পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করত। চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি শাখা আবিষ্কারের ফলে মানুষ পঙ্গুত্ব বা সেই কষ্টকে অনেকটাই জয় করেছে।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা যেমন, বাত ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস, ঘাড় ব্যথা, মাজার ব্যথা, হাটুর ব্যথা, পিঠের ব্যথা, প্রতিবন্ধী, স্পোর্টস ইনজুরিসহ বিশেষায়িত চিকিৎসা দিচ্ছেন নওগাঁ নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিচালক ডাঃ মোঃ আরব আলী।
নিয়ামতপুর বাজারের তিনমাথা মোড় থেকে পশ্চিমে আলিম মাদ্রাসার পার্শ্বে নিয়ামতপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার অবস্থিত এখানে প্রতিদিনই চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা রাজিয়া সুলতানা বলেন, আমি পায়ের সমস্যা নিয়ে রাজশাহী থেকে চিকিৎসা নিয়ে ভালো হয় নি।
এরপর গ্রামের একজনের সঙ্গে যোগাযোগ করে এখানে এসে চিকিৎসা নিয়ে ভালো আছি।
আশরাফুল ইসলাম বলেন, হাঁটিতে ব্যাথা নিয়ে আমি রাজশাহীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয় নি।
এখানে চিকিৎসা নিয়ে সুস্থ আছি। আজকে আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি।
আফিকের মা বলেন, আমার ছেলের অনেক সমস্যা ছিল। এখানে চিকিৎসার মাধ্যমে আমার ছেলে এখন সুস্থ রয়েছে।
নিয়ামতপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিচালক ডাঃ মোঃ আরব আলী বলেন, এখানে বাত ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস, ঘাড় ব্যথা, মাজার ব্যথা, হাটুর ব্যথা, পিঠের ব্যথা, প্রতিবন্ধী, স্পোর্টস ইনজুরিসহ ফিজিওথেরাপি রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
ফিজিওথেরাপি রোগী এক দিনের চিকিৎসায় ভালো হয় না, তবে এই চিকিৎসায় রোগীর খরচ ব্যয় অনেক কম। দিনের পর দিন ওষুধ খেয়ে যারা ভালো হয় না, তারা শেষ পর্যায়ে আমার এখানে এসে ভালো হয়। এই রোগের চিকিৎসায় কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।
তিনি আরও বলেন, একবার থেরাপি দিলে বেশি ভাগ রোগী ভালো হয়ে যায়। কিছু রোগীর দীর্ঘমেয়াদী এবং পর্যবেক্ষনে মাসে দু একবার থেরাপির প্রয়োজন হয়। এখানে একজন মহিলা ডাক্তার দ্বারা ফিজিওথেরাপি প্রদান করা হয়।
https://www.sangbadtoday.com/?p=1751