ব্রাহ্মণপাড়ায় ট্রাক ও ট্রাক্টর চালকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় ট্রাক ও ট্রাক্টর চালকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাক ও ১টি ট্রাক্টর মেশিন চালিয়ে মালামাল আনলোড করে যানজট সৃষ্টি করার অপরাধে চালকদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ৪ আগষ্ট (সোমবার) উপজেলা পরিষদ সড়কে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ জরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন সড়কে একটি ট্রাক ও ট্রাক্টর মালামাল আনলোড করে।

এসময়  সড়কে যানজটের সৃষ্টি হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান ট্রাক ও  ট্রাক্টর চালকদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমনা করেন এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে সতর্ক করা হয়।

এছাড়া, রাস্তা দখল করে রাখা মোটরসাইকেল, ভ্যানসহ ভ্রাম্যমাণ দোকানসমূহ সরিয়ে দেয়া হয় এবং পরবর্তীতে  না  রাখার ব্যাপারে কঠোর হুশিয়ার করা হয়।

এসময় ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ ধরণের অপরাধের বিরোদ্ধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সচেষ্ট থাকবে।

এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *