রাজশাহীতে খেলার মাঠ রক্ষায় রাজপথে শিক্ষক-শিক্ষার্থী

খেলাধুলা জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহীতে খেলার মাঠ রক্ষায় রাজপথে শিক্ষক-শিক্ষার্থী

মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাশিয়া এলাকার একমাত্র খেলার মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীরা।

সোমবার বেলা ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে কাপাশিয়া বাজারে ‘কাপাশিয়ার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার দুই শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাঠ ধ্বংস করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী।

কাপাশিয়া উচ্চ বিদ্যালয় ও মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীদের জন্য এ মাঠ একমাত্র খেলাধুলার স্থান। মার্কেট হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে।

এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা কর্তৃপক্ষ আপত্তি উপেক্ষা করে একতলা মার্কেট নির্মাণ শুরু করেছিল। পরে বাঁধার মুখে কাজ বন্ধ হয়।

পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে মার্কেট চারতলা পর্যন্ত সম্প্রসারণ ও কমিউনিটি সেন্টার যুক্ত করার কথা রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল, মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মকছেদ আলী, কাপাশিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব ইসলামসহ অনেকে। তারা বিকল্প সরকারি জমিতে মার্কেট নির্মাণের দাবি জানান।

পৌরসভার সচিব সিরাজুম মুনীর জানান, ‘স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে পরবর্তিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পৌরসভার প্রশাসক ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন, মার্কেট নির্মাণ সরকারি কাজ, তবে কয়েকজনের বিরোধিতায় স্থগিত আছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *