পবা পারিলায় ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

অর্থনীতি জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

পবা পারিলায় ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে চালু হলো ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

শুক্রবার (১ আগস্ট) ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রযুক্তি জ্ঞান ছাড়া আজকের যুগে টিকে থাকা কঠিন। ইউনিয়ন পর্যায়ে এই ধরনের কেন্দ্র স্থাপন একটি যুগান্তকারী উদ্যোগ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আরাফাত আমান আজিজ।

 

বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর কর্মসূচির অর্থায়নে স্থাপিত কেন্দ্রটিতে একসঙ্গে ২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবে। এখানে থাকবে আধুনিক কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া সুবিধা।

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অফিস অ্যাপ্লিকেশন, ডিজিটাল নিরাপত্তা ও গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।

শিক্ষার্থীরা জানান, নিজ এলাকায় কম খরচে এমন প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা আনন্দিত।

এ উদ্যোগ গ্রামের তরুণদের আত্মনির্ভরশীল করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা। একই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর অন্যান্য ইউনিয়নেও চালুর দাবি উঠেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *