
শেরপুরে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড-ফার্মেসীকে অর্থদণ্ড
আব্দুল লতিফ, শেরপুরঃ
শেরপুর জেলার নালিতাবাড়ীতে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আরো পড়ুনঃ
অভিযান চলাকালে মোঃ খোরশেদ আলম (পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-ছিটপাড়া, নালিতাবাড়ী) নামের এক ব্যক্তিকে কোনো প্রকার ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়াই দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার প্রমাণ মেলে।
এ সময় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অন্যান্য প্রযোজ্য আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই অভিযানে একটি স্থানীয় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং “ফিজিশিয়ান স্যাম্পল” (ডাক্তারের নমুনা ওষুধ) অবৈধভাবে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়।
এ অপরাধে ফার্মেসি কর্তৃপক্ষকে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানের সময় স্থানীয় জনগণ উপস্থিত থেকে ভুয়া চিকিৎসক ও ফার্মেসির অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
তাঁরা বলেন, এসব ভুয়া ডাক্তার ও অবৈধ ওষুধ বিক্রেতাদের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান বলেন, “জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভুয়া ডাক্তার ও অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই জনস্বাস্থ্য নিয়ে কারও সঙ্গে আপস করা হবে না।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই গ্রামীণ বাজারগুলোতে অদক্ষ ও ভুয়া চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব ভুয়া চিকিৎসক ও ফার্মেসিগুলোর কারণে বহু মানুষ ভুল চিকিৎসা ও নকল ওষুধ সেবনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।