বুড়িচংয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু !
বুড়িচংয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ! সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এদবারপুর মে সাকিব হোসেন (২২) নামের যুবক মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকের মর্গে প্রেরণ করে। দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর রহমান জানান ২৭ জানুয়ারি মঙ্গলবার উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এদবারপুর গ্রামের ছাদেক হোসেনের ছেলে সাকিব হোসেন (২২) তার বাড়ীর মোটরের পানি উত্তোলনের জন্য পাশের বাড়ির মোছলেম উদ্দিনের বিদ্যুৎ এর লাইন থেকে তিনি বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারের সঙ্গে জড়িয়ে (বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে) যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর রহমান বলেন আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এঘটনায় বুড়িচং থানায় মঙ্গলবার রাতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিস্তারিত পড়ুন.....