
বুড়িচং রামপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বুধবার ২৮ জানুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহাম্মদ এবং পরিচালনা করেন যৌথ ভাবে সহকারী শিক্ষক মোঃ শাহ আলম পাটোয়ারী ও আবু আনাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলী আহাম্মদ।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম সুমন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জিহান ফুটওয়্যার এর চেয়ারম্যান এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদা আহমেদ রনি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন মেম্বার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, বিদ্যালয়ের দাতা সদস্য যথাক্রমে মোঃ জসিম উদ্দিন ভূইয়া, দাতা সদস্য কামরুজ্জামান ভূইয়া, উপজেলা বিএনপির নেতা শাহীন আহমেদ, এম এম মেহেবুব আল হাসান,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মমতাজ উদ্দিন, আবু তাহের ভূইয়া, কামরুজ্জামান প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিউল আলম, নার্গিস আক্তার, শামীমা সুলতানা, কানিজ ফাতিমা, জ্যোস্না আক্তার, কুহিনূর আক্তার, মোঃ জসিম উদ্দিন, মনিরুল ইসলাম, আব্দুল হান্নান ভূইয়া, উত্তম কুমার গুহ, মোঃ আতাউর রহমান, সুবোধ রায়, শামসুল আলম, মোঃ জামশেদ আকরামী, আরিফুল ইসলাম, রেহান উদ্দিন, তানজিনা মোমতারীন, প্রিয়াংকা রানী সূত্রধর, হাবিবুর রহমান, আবু তাহের, মহি উদ্দিন, আলী ইবনে আক্কাস, রাবেয়া আক্তার, মোঃ এরশাদ হোসেন, ও জোহরা বেগম প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
প্রধান বক্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ, প্রধান মেহমান সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম সুমন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।