
আল আবরার হজ্ব কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেল লাকসাম শাখার উদ্বোধন
লাকসাম প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় আল আবরার হজ্ব কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস-এর লাকসাম শাখার উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আবরার হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুর রব ফারূকী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আবরার হজ্ব কাফেলার পরিচালক জুবায়ের ফয়সাল।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, প্রধান বক্তা সনামধন্য চিকিৎসক ডা. আব্দুল মমিন, বিশেষ অতিথি কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌর জামায়াতের আমীর ও বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি জসিম উদ্দিন, সুরক্ষা সিটির এমডি আসাদুজ্জামান ভুট্টো, লাকসাম পৌর জামায়াতের সেক্রেটারি সহিদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা টাওয়ার হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা নিজাম উদ্দিন মহসিন, সুরক্ষা হসপিটালের পরিচালক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবু বকর জাহিদ, দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, লাকসাম শহর শিবির সভাপতি নাজমুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী আনোয়ার হোসেন, আইনজীবী আশেকে এলাহী, সাবেক ব্যবসায়ী খোরশেদ আলম তুহিন, লাকসাম ক্যমব্রিয়ান স্কুল এন্ড কলেজের এমডি মহিন উদ্দিন বাহার মিয়াজী, ব্যবসায়ী ফখরুল ইসলাম মাসুম, গ্রিন লাইফ হসপিটালের এমডি ইকবাল হাফিজ এবং নির্মাণ ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মহিন উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা হজ্ব ও ওমরাহ পরিসেবায় মানসম্মত সেবা প্রদান, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের কল্যাণে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিল্লাল হোসেন মালেকী।