সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি দেবে ইসি

আইন আদালত জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি দেবে ইসি

নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ম্যানুয়ালি কার্ড ইস্যু করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন, তারা করেছেন। তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।”
এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় নির্বাচন কমিশন। তবে এ প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি নয় বলে অভিযোগ তুলে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, আগামী রোববার (১ ফেব্রুয়ারি)-এর মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতেই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *