
বুড়িচং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
বুধবার ২৮ জানুয়ারী কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঐতিহ্যবাহী বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত বিদ্যালয়ের মাঠে।
উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়েছে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক রাখেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির আহামেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পিজিউল আলম, মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক এনামুল হক সবুজ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবু হানিফ সুবল সর্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী রহিম খান লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, মাহফুজ আলম মেম্বার, শিল্পী আক্তার মেম্বার, প্রভাষক এম এ হান্নান রুকুন, প্রধান শিক্ষক ইউনুস মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক যথাক্রমে মোবারক হোসেন, কৃষ্ণ পাল, সহকারী শিক্ষক মজিবুর রহমান, সালমা বেগম, অফিস সহকারী কাউছার প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন-বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।