উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা !

আইন আদালত জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা !

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ

‎কুড়িগ্রামের উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে জিয়ারুল ইসলাম (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে, শনিবার ভোররাতে নারিকেল বাড়ি কাজিরচক এলাকায়।

‎নিহত জিয়ারুল ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। জিয়ারুলের চার স্ত্রী ও দুই সন্তানের জনক বলে জানা গেছে।

‎স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জিয়ারুল পেশায় একজন হকার ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন।

একাধিক স্ত্রী করায় কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। সদ্য ৩য় স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। সেই স্ত্রীকে মোবাইল ফোনে ফেরানোর চেষ্টা করছিল জিয়ারুল। কিন্তু ৩য় স্ত্রী জিয়ারুলের ফোন নম্বরটি ব্লোক করে রাখে।

এতে জিয়ারুল অভিমান করে নিজ ঘরে সবার অজান্তে ঘুমের ওষুধ সেবনের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিয়ারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *