
‘রায়পুর নিয়ে ষড়যন্ত্র চলছে, ভোররাত থেকে বিকাল পর্যন্ত ভোটকেন্দ্রে থাকতে হবে’-খায়ের ভুঁইয়া
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) বিএনপির প্রার্থী আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, রায়পুর নিয়ে ষড়যন্ত্র চলছে, ভোররাত থেকে বিকাল পর্যন্ত ভোটকেন্দ্রে থাকতে হবে’। কিছু কিছু সেন্টারে তারা আগের রাতেই ঝামেলা করার চিন্তা করছে। খবর পেয়েছি বলেই আপনাদের নেতা-কর্মীদের সাবধান করছি। আমি আপনাদেরকে বলছি একটি সেন্টারেও যদি কেউ ভোট সীলাইয়া, জাল ভোট দিয়ে ও দখলবাজি কারচুপির চেষ্টা করে। আপনাদের সতর্কতার সঙ্গে কেন্দ্রগুলো পাহারা দিতে হবে।
মিডিয়া ও ভোটার ভাইদের আমি অনুরোধ করছি।
আপনারা যেভাবে পাশে ছিলেন। এখন ঠিক সেইভাবে ভোটকেন্দ্রগুলো পাহারা দিবেন।
শনিবার দুপুরে (২৪ জানুয়ারী) রায়পুর উপজেলা পরিষদ সংলগ্ন একটি চাইনিজ রেষ্ট্রুরেন্টে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অভিষেক অনুষ্ঠানে এসএম মোর্শেদ ফারুকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মুকুল পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল খাঁয়ের ভুঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারী সংসদ প্রার্থী অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবি, কেন্দ্রীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, প্রাক্তন প্রবাসী ছাত্রদল কমিটির সহসভাপতি মিজানুর রহমান খাঁন, আবদুল কাদের দুলাল, রানা পাটোয়ারী, হানিফ তালুকদার ও তানভির আহাম্মদ প্রমুখ।