
ব্রাহ্মণপাড়ায় অস্বাস্থ্যকর পানি বোতলজাতকরণের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পানি বাজারজাতকরণকরী এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ সেপ্টেম্বর রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ পশ্চিম পাড়ার একটি বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
আরো পড়ুনঃ-
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার ১ পানি বাজারজাতকরণকরী ব্যবসায়ীকে বিএসটিআই এর অনুমোদন ও বোতলের গায়ে লেবেলিং ব্যতীত অস্বাস্থ্যকর উপায়ে পানি বোতলজাতকরণ ও বাজারজাতকরণের দায়ে এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেয়া হয়।
অভিযানের সময় স্যানিটারী ইন্সপেক্টর এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি ও আনসারের একটি দল সহযোগীতা করেন।