ব্রাহ্মণপাড়া বাস ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত-৫

কুমিল্লা চট্টগ্রাম দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়া বাস ও পিকআপ

ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত-৫

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লা -সিলেট হাইওয়ে মকিমপুর বাসস্ট্যান্ডে আশিক মটরস ও এলজি পাম্পের সামনে আজ ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে কুমিল্লা থেকে ছেড়ে আসা সুগন্ধা বাস ও কসবা থেকে ছেড়ে আসা একটি গরু বুঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি  সংঘর্ষে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে মিরপুর ফাঁড়ির পুলিশ ও প্রত্যক্ষদর্শিতা জানান গতকাল দুপুর সাড়ে তিনটায় কুমিল্লা থেকে ছেড়ে আসা সুগন্ধা বাস এবং কসবা থেকে ছেড়ে আসা একটি গরু বুঝাই পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে মুছড়ে যায় অপরদিকে সুগন্ধা বাসটি ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী।

এছাড়াও পিকআপ ভ্যানের ডাইভার গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বাস ও পিকআপ ভ্যানে থাকা  অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার এলাকায় চলে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া মিরপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ পারভেজ আলী বলেন দুর্ঘটনা কবলিত বাস এবং পিকআপ ভ্যানটি মিরপুর ফাঁড়িতে রয়েছে।

পিকআপ ভ্যানের ডাইভার দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এছাড়া অন্য অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে চলে গেছেন। গরু গুলোকে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রক্রিয়া চলছে।

আরো পড়ুনঃ

 

https://www.sangbadtoday.com/?p=3001


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *