
লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসায় ড. রাশেদুল আলমকে সংবর্ধনা প্রদান
লাকসাম প্রতিনিধিঃ
পিএইচডি ডিগ্রি অর্জন করায় দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার সাবেক কৃতী শিক্ষার্থী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মোঃ রাশেদুল আলমকে সংবর্ধনা প্রদান করেছে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা।
দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি), লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সৌজন্যে এবং মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর সম্মানিত খতিব, আওলাদে রাসূল ছাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের যাবেরী আল-মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আফসারী, হায়দারগঞ্জ তাহেরিয়া আর.এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ মজুমদার, গাজীমুড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মজুমদার, ছিতোষি ফাজিল মাদ্রাসা, শাহপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ, ড. মোঃ রাশেদুল আলম এর সম্মানিত পিতা মাওলানা আ.ন.ম আরিফুর রহমানসহ মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষকমণ্ডলী, অন্যান্য মেহমান ও দশ সহস্রাধিক এলাকাবাসী।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম সাহেব।
অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর, আওলাদে রাসূল সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানীসহ মাদ্রাসা কর্তৃপক্ষ ও মেহমানবৃন্দ ড. রাশেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. মোঃ রাশেদুল আলম তাঁর এ কৃতিত্ব তাঁর সম্মানিত শিক্ষকমণ্ডলীকে উৎসর্গ করেন। তিনি শিক্ষার্থীদেরকে শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং মাদ্রাসা শিক্ষায় যথাযথভাবে শিক্ষিত হয়ে দেশ, জাতি ও ইসলামের ঝান্ডাবাহী হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, ড. মোঃ রাশেদুল আলম কুমিল্লা জেলা লাকসাম থানার অন্তর্গত শাহাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা মাওলানা মো. আরিফুর রহমান ও মাতা রাশেদা বেগমের বড় ছেলে ড. মোঃ রাশেদুল আলম গ্রামের মোক্তবে পড়াশোনায় হাতেখড়ির পর পার্শ্ববর্তী বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর বড়বাম ফাজিল মাদ্রাসায় কিছুদিন পড়ালেখার পর লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শ্রেণীতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।
পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ০২ ডিসেম্বর, ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট মিটিং এ ❝THE PILGRIMS IN ISLAM: IT`S INTERNATIONAL IMPORTANCE TO ESTABLISH BROTHERHOOD (ইসলামে হজ্জ: ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এর আন্তর্জাতিক গুরুত্ব)❞ বিষয়ে পিএইচডি (ডক্টরেট) এওয়ার্ড প্রাপ্ত হন।
বর্তমানে তিনি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপনায় নিযুক্ত আছেন।