রায়পুরে ডাকাতির পরই অভিযানে ৬ ডাকাতকে কারাগারে প্রেরণ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

রায়পুরে ডাকাতির পরই অভিযানে

৬ ডাকাতকে কারাগারে প্রেরণ

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির ঘটনার পরপরই তাৎক্ষণিক অভিযানে ছয়জন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি, দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) রাত১টায় এ অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত ১টায় রায়পুরের চরমোহনা ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকা থেকে হায়দরগঞ্জগামী সড়কের ‘সলিং-এর মাথা’ নামক স্থানে একটি সিএনজি যোগে আসা ডাকাত দল অটোরিকশা চালক মমিনকে (৩৭) গাড়ি থামাতে বাধ্য করেন। এরপর তাঁকে জোরপূর্বক ছিনতাইয়ের শিকার করা হয়।

ভুক্তভোগী কাঁচামাল ব্যাবসায়ী মমিন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী ইউনিয়নের বাসিন্দা।

ডাকাতরা তাঁর কাছ থেকে itel P40 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়, যাতে নগদ ৬৮০ টাকা ও জাতীয় পরিচয়পত্রের ছায়া কপি ছিল।

ঘটনার সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের পিছু নেয়।

অল্প সময়ের মধ্যেই ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজিটি আটক করা হয়। এ সময় সিএনজিতে থাকা ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রিমন হোসেন (২০), মোঃ নাবিল হোসেন (২২), মোঃ নয়ন হোসেন (২০), মোঃ শাকিব হোসেন (২০), মোঃ রাকিব (২০) এবং জিদান (১৫)। তারা সবাই রায়পুরের উত্তর চরবংশি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি ধাতব নাকল (নকেল), আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং ভুক্তভোগীর লুণ্ঠিত মানিব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া, ডাকাতির অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হয়েছে। দুপুর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *