গোদাগাড়ীতে বসতবাড়ি থেকে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আটক

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

গোদাগাড়ীতে বসতবাড়ি থেকে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আটক

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক ঝটিকা অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জিমেল শেখ ওরফে জিমু (২৯)। সে গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মোঃ জাহির উদ্দীনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল মাদক ও চোরাচালান বিরোধী ডিউটি চলাকালীন গোপন সংবাদ পায় যে, চর আমতলা খাসমহল এলাকায় জনৈক জিমেল শেখের বাড়িতে হেরোইন বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ নাছিম উদ্দিনের নেতৃত্বে একটি দল রাত ৯টা ৩০ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জিমেল শেখ জিমুকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫০ গ্রাম বাদামী বর্ণের গুঁড়া পদার্থ (হেরোইন) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে যে সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। ,

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​রাজশাহী জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *