ফাইরুজ জাহান ভূঁইয়া সামিহা ডাক্তার হতে চায়

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

ফাইরুজ জাহান ভূঁইয়া সামিহা ডাক্তার হতে চায়

জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কৃতিসন্তান ও কুমিল্লা নগরীর বাসিন্দা ফাইরুজ জাহান ভূঁইয়া সামিহা এবারের (২০২৫ইং সনে অনুষ্ঠিত) এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন।

সে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং গৃহিণী মহসীন আরা’র বড় মেয়ে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ছিলো। সামিহা ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

মেয়ের এমন সাফল্যে পিতা-মাতা গর্বিত। তারা মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

সামিহা তার এমন অর্জনে শিক্ষক, পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে সবার কাছে দোয়া চেয়েছে।

উল্লেখ্য-ফাইরুজ জাহান ভূঁইয়া সামিহা ২০২৩ইং সনে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ছিলো।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *