
লাকসামে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার ইছাপুরা গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
গত রোববার ১৮ জানুয়ারি দিবাগত রাতে।
ভুক্তভোগী ব্যবসায়ী আবু তাহের জানান, তার পুকুরে রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ হত্যা করেছে।
ভোরে পুকুরে অসংখ্য মৃত মাছ ভেসে উঠলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পুকুরে দুটি বিষের বোতল এবং বিষাক্ত গ্যাসের বোতল পাওয়া গেছে, যা প্রমাণ দেয় ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে।
অভিযোগকারীর কথায়, “রাতের আঁধারে আমার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি চাই, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, তারা বিষয়টি জানার পর দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির জন্য কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।