
গাইবান্ধায় ট্রেনে কাটা
পড়ে যুবকের মৃত্যু !
এবি সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহসিন আলীর মৃত্যু হয়।
নিহত মহসিন আলী জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ফলগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাবার সময় স্টেশনের উত্তর পাশেই রাস্তা পারাপারেরর সময় মহসিন আলী ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।
বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।