উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

জাতীয় ঢাকা দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৬ জানুয়ারি রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ বিকাল ৩:৩০টায় ঘটনাস্থল পরিদর্শন করতে যান এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।
পরিদর্শনকালে আমীরে জামায়াত অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং প্রতিরোধে ভবন নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা-১৮ সংসদীয় আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *