
ইসলামী আন্দোলন ছাড়াই জামায়াত জোটের জরুরি বৈঠক
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন ১১ দলীয় আসন সমঝোতাপ্রত্যাশী জোটের নেতারা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া এ বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দলগুলোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে, বৈঠকটিতে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ।
বিষয়টি নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক আবদুল হাফিজ খসরু। তিনি বলেন, সমঝোতাপ্রত্যাশী দলগুলোর বৈঠক চলছে।
আমাদের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠকে উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, বৈঠকের বিষয়ে আমাদের যে সময়টাতে দাওয়াত দেওয়া হয়েছে, সেই সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না। তার দাবি, আজ বেলা ১১টায় তাদের দাওয়াত করা হয়। এই সময়টাতে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।