সাত দফা দাবিতে রাজশাহী দলিল লেখক সমিতির মতবিনিময় সভা

অর্থনীতি আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

সাত দফা দাবিতে রাজশাহী দলিল লেখক সমিতির মতবিনিময় সভা

শিবলী সাদিক, রাজশাহীঃ

পারিশ্রমিক বৃদ্ধিসহ সাত দফা দাবি আদায়ে ভবানীগন্জ দলিল লেখক কার্যালয়ে মতবিনিময় সভা করেছে রাজশাহী জেলা দলিল লেখক সমিতি।

দলিল লেখকদের দীর্ঘদিনের দাবি উত্থাপিত হয়, সভা থেকে দলিল লেখকদের ৭ দফা দাবি পুরনের আহবান জানানো হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এস হোসেন টমাস মহাসচিব বাংলাদেশ দলিল লেখক সমিতি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএম জুবায়ের আলম আয়নাল হক, সিনি: যুগ্ন মহাসচিব বাংলাদেশ দলিল লেখক সমিতি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো: সামসুর রহমান মৃধা সিনি: সহ-সভাপতি, রাজশাহী জেলা দলিল লেখক সমিতি ও সভাটি সন্চালনা করেন সানাউল ইসলাম, সাধারন সম্পাদক, রাজশাহী জেলা দলিল লেখক সমিতি।

বক্তারা বলেন, একজন দলিল লেখক সামান্য সম্মানীর বিনিময়ে কাজ করে থাকেন। দলিল লেখকদের জন্য সম্মানী ভাতা বাস্তবায়ন করা হলে সেই ভাতাটা তারা নিতে পারবেন। তাই সংশ্লিষ্ট পক্ষের কাছে আমাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

দাবী সমূহ :
১. দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখদের পেশাচ্যুত করা যাবে না।

২.সাবেক আইন মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি দলিল প্রতি সম্মানী ভাতা নুন্যতম ৪০০০/-টাকা বাস্তবায়ন করতে হবে।

৩. লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে।

৪. থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মান করে দিতে হবে।

৫. যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখদের পেশাগত দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে দলিল লেখদের আসামী করা যাবে না।

৬. দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে।

৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *