
সুদানে নিহত সেনা সদস্যকে রাষ্ট্রীয়
মর্যাদায় বাবার পাশে সমাহিত
এবি সিদ্দিক, গাইবান্ধাঃ
জতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সবুজ মিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকালে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছী (ছোট ভবনপুর) গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা মৃত হাবিদুল ইসলামের কবরের পাশে তাঁর মৃতদেহের দাফন সম্পন্ন হয়।
এরআগে গত শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪৫-৫০ ঘটিকায় কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য শহীদ হন। তাঁদের মধ্যে ১জন হলেন সবুজ মিয়।
শহীদ ৬ সদস্য সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে কর্তব্যরত ছিলেন।
এরআগে দুপুর ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে শহীদ সবুজ মিয়ার মরদেহ জেলা সদরের তুলসীঘাট হেলিপ্যাডে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নেয়া হয় তাঁর নিজ বাড়ি আমলাগাছি (ছোট ভবনপুর) গ্রামে।
নামাজে জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার, রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজায় অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষজন।
রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন মো. আলভী জানান- বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সবুজ মিয়ার জানাজা ও দাফন সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন করা হয়েছে।